খুলনা | রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১

স্কুলে ভর্তি : ১৭ দিনে সাড়ে ৮ লাখ আবেদন, চলবে আরও দু’দিন

খবর প্রতিবেদন |
০১:১২ এ.এম | ২৯ নভেম্বর ২০২৪


দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন চলবে আরও দু’দিন। আগ্রহীরা ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবে। তবে নির্ধারিত সময়ের পর আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি সূত্র জানায়, গত ১২ নভেম্বর সকাল ১০টায় অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়। সেই হিসাবে ১৭ দিনে আবেদন করেছে ৮ লাখ ৬৩ হাজার ২০৯ জন। এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত আবেদন করেছে ৫ লাখ ৭১ হাজার ৩৯২ জন। আর বেসরকারি স্কুলে আবেদন জমা পড়েছে ২ লাখ ৯১ হাজার ৮১৭টি।
এ বছর সারাদেশের ৫ হাজার ৬২৫টি সরকারি- বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব স্কুলে সর্বমোট ভর্তিযোগ্য শূন্য আসন ১১ লাখ ১৬ হাজার ৩৩৩টি। সারাদেশের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি স্কুলে মোট ভর্তিযোগ্য আসন ১০ লাখ ৭ হাজার ৬৭১টি। সেই হিসাবে তুলনামূলক আবেদনের হার কম।
সারাদেশে সরকারি ৬৮০টি স্কুলে এক লাখ ৮ হাজার ৬৬২টি ভর্তিযোগ্য শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৭১ হাজার ৩৯২টি, যা মোট আসনের প্রায় ছয়গুণ।
মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘আবেদন প্রক্রিয়া চলমান। শিক্ষার্থীরা প্রথম থেকে আগ্রহ নিয়ে আবেদন করছে। ৩০ নভেম্বর পর্যন্ত এ আবেদন চলবে। নির্ধারিত সময়ের পর আর সময় বাড়ানো হবে কি না, তা এখনও সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’