খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

ফকিরহাটে কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

চুলকাঠি (বাগেরহাট) প্রতিনিধি |
১২:২৯ এ.এম | ৩০ নভেম্বর ২০২৪


বাগেরহাটের ফকিরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শুক্রবার বিকেল ৪টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় পিলজংগ ৫নং ওয়ার্ড একাদশ ২-১ গোলে বালিয়াডাঙ্গা ৮নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন কামাল আহম্মেদ, তাঁকে সহযোগিতা করেন, মোক্তার হোসেন মিঠু ও জসিম উদ্দিন।
পিলজংগ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে খেলা পরিচালনা কমিটির সভাপতি সরদার বেলাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক যুগ্ম-সম্পাদক ব্যারিষ্টার শেখ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী রফিকুল ইসলাম। 
ইউনিয়ন বিএনপি আহবায়ক মলি­ক সাজ্জাদ হোসেন নান্নু’র সঞ্চালনায় আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, খান লিয়াকত হোসেন, এমএ আউয়াল, ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব এস এম খলিলুর রহমান, যুগ্ম-আহবায়ক যথাক্রমে মোঃ ফরহাদ হোসেন জুয়েল, মিরাজুল ইসলাম, বারিক মোড়ল, উপজেলা যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম, মনিরুজ্জামান টুটুক ও মোদাচ্ছের মলি­কসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।