খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

বাগেরহাটে শ্রমিক নেতাকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৭:৩৮ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৪


বাগেরহাটে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সদস্য মোঃ শওকত হোসেনকে মারপিটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন শ্রমিক নেতা মোঃ শওকত হোসেন।

তিনি বলেন,  গেল ৪ ডিসেম্বর দুপুরে মামলা সংক্রান্ত কাজে জেলা জজ্ব আদালতে যাচ্ছিলাম। আদালত সংলগ্ন তালতলায় নামক স্থানে পৌছালে বাগেরহাট আন্ত: জেলা বাস শ্রমিক ইউনিন দখল সংক্রান্ত বিষয় নিয়ে খারদ্বার এলাকার আশিক শেখ ও মিঠু শেখ  আমার পথ রোধ করে।শ্রমিক দলের সাবেক জেলা সভাপতি লিয়াকত সরদারের দল করিনা কেন বলিয়া আমাকে গালিগালাজ করে। আমি শান্ত হতে বললে তারা আমাকে মারধর করতে করতে পাশা থাকা এক আইনজীবির চেম্বারের সামনে নিয়ে যায়। আমার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে আশিক ও মিঠু ঘটনা স্থল ত্যাগ করে। পরের দিন ৫ ডিসেম্বর আশিক ও মিঠু শেখের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। এখনও কাউকে আটক করেনি পুলিশ।

তিনি আরও বলেন, আশিক ও মিঠু শেখের শ্রমিক ইউনিয়নের সদস্য নয়, এরা বহিরাগত। তারা আমাকে কেন মারধর করবে। আমি এর বিচার চাই।

সংবাদ সম্মেলনে বংলাদেশ জাতীয় মটর শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন মোজাম, সাধারন সম্পাদক মোঃ কুদ্দুস হাজরা, শ্রমিক নেতা এশারাত হোসেন বাদশা ও মোঃ আব্দুল্লাসহ মোটর শ্রমিকরা উপস্থিত ছিলেন।