খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে খুলনা জেলার ৩য় জয়

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫০ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৪


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম ভেন্যুর শুক্রবারের খেলায় খুলনা জেলা জয় পেয়েছে, খুলনা জেলা দলের এটা টানা ৩য় জয়।  
শুক্রবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় খুলনা ১০২ রানে  ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করে। খুলনা জেলা দল আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলেন, দলের পক্ষে রুবায়েত ইসলাম সর্বোচ্চ ৬০ রান ও হাসিবুর রহমান ৪৮ রান করেন, ঝিনাইদহ জেলা দলের মুসফিকুর রহিম ৩২ রানে ২ উইকেট নেয়। জবাবে ঝিনাইদহ জেলা দল ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান তোলেন। দলের পক্ষে মাহমুদ রাব্বি ৮০ রান করেন।
চুয়াডাঙ্গা জেলার জয় :
অপর দিকে শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গা ২ উইকেটে সাতক্ষীরা জেলা দলকে পরাজিত করে। বিজিত দল আগে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ১৬০ রান তোলেন, দলের পক্ষে ইয়াসিন আরাফাত সর্বোচ্চ ৩২ রান ও বায়জিত ৩০ রান করেন, চুয়াডাঙ্গা দলের খালিদ ২২ রানে ৩ উইকেট নেয়। জবাবে বিজয়ী দল ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে ৮ উইকেটে জয়লাভ করেন। দলের পক্ষে বাপ্পি ৮৬ ও রাতুল ৩৫ রান করেন।