খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

নগরীতে উল্লাস পার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক |
০১:১৭ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৪


নগরীর মুজগুন্নী এলাকায় আধুনিক উল্লাস পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পার্কটির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান। 
এ সময় তিনি বলেন, খুলনা নগরীতে বিনোদনের জন্য তেমন কোন সুব্যবস্থা নেই। উল্লাস পার্কটি অতি আধুনিক। আশা করি এটি খুলনা নগরবাসীর বিনোদনের খোরাক মেটাবে। পার্কটিতে অত্যন্ত মনোরম পরিবেশে এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পার্কটিতে আধুনিক রাইট স্থাপন করা হয়েছে যার ফলে এই পার্ক খুলনায় বিনোদনের নতুন এক দিক উন্মোচন করলো। এ সময় উপস্থিত ছিলেন খুলনা কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম। উল্লাস পার্কের ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ আহমেদ, বিএইউএসটি’র ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ভূঁইয়া, পার্কের সহকারী ব্যবস্থাপক শাম্মী শামমিন ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পার্কের পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, আগামী দিনগুলোতে এই এলাকার জনগণ সুস্থ ও নির্মল পরিবেশে বিনোদন উপভোগ করা ছাড়া বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজনের অংশীদার হতে পারবেন।