খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

খুলনা রাইটার্স ক্লাবের সাপ্তাহিক সাহিত্য আসর

খবর বিজ্ঞপ্তি |
০১:১৯ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৪


খুলনা রাইটার্স ক্লাবের সাপ্তাহিক সাহিত্য আসর শুক্রবার সকাল দশটায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লেখক ও অধ্যাপক সুরঞ্জন রায়ের সভাপতিত্বে এবং শেখ হিরার সঞ্চালনায় আসরে গল্প কবিতা প্রবন্ধ পাঠ-আবৃত্তিসহ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রাবন্ধিক অরবিন্দ মৃধা, কবি বেনজির আহমেদ জুয়েল, কবি নজরুল খন্দকার,  সাহিত্যিক ডিকে মন্ডল, কবি ও আবৃত্তিকার সেবাব্রত সিংহ, আবৃত্তিকার সালমানুল মেহেদী মুকুট, কবি মহিব, গোলাম রসুল খোকন, সেলিম বকুল প্রমুখ।