খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না : মেজর হাফিজ

খবর প্রতিবেদন |
০২:০৬ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৪


বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না বলে দাবি করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ। মেজর হাফিজ বলেন, দেশে বিদ্যমান সা¤প্রদায়িক স¤প্রীতি শেখ হাসিনার মতো কিছু রাজনৈতিক নেতা নষ্ট করেছেন।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।
আ’লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্র“ বানিয়ে ফেলেছে, এটাই ভারত সরকারের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেছেন বিএনপি’র এই নেতা। তিনি বলেন, আমরা ভারতের বন্ধু হয়ে থাকতে চাই, কিন্তু ভারতে ধর্মীয় বিষবাষ্প ঢুকিয়ে দিয়েছে বিজেপি।
বাংলাদেশ কারও জন্য হুমকি নয় দাবি করে মেজর হাফিজ বলেন, তবুও বাংলাদেশকে ধ্বংস করতে বিজেপি সরকার তাদের গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যাচার চালাচ্ছে।
বাংলাদেশের পতাকা পোড়ানোর অধিকার কারও নেই বলে উলে­খ করে বিএনপি’র এই নেতা বলেন, আমাদের দেশকে কেউ দখল করতে পারবে না।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আহŸান জানিয়ে মেজর হাফিজ বলেন, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন নেই, নিজেদের দেশে শান্তিরক্ষী বাহিনী নেন।