খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়াল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৮:০৬ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৪


ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সিলেটে সিরিজের প্রথম ম্যাচেই আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। ভালো অবস্থানে থেকেও ১২ রানে হেরে যায় বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি, যেখানে বাংলাদেশ দল মুখোমুখি হচ্ছে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে। এমন ম্যাচে ১৩৫ রানের লক্ষ্য পেয়ে থাকে স্বাগতিকরা। ওয়ানডে সিরিজে যে ব্যাটিং নিয়ে গর্ব করেছিল বাংলাদেশ নারী দল। সেই ব্যাটিংই দলকে ডোবালো টি- টোয়েন্টি সিরিজে। সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজ আগেভাগেই জিতে নিলো আয়ারল্যান্ড।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের সুবিধাটা নিতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ৬ ওভারের আগেই টাইগ্রেসরা ২২ রান তুলতেই হারিয়ে ফেলে চার উইকেট। দলীয় স্কোর বোর্ডে ৫০ রান তুলতে তাদের খরচ হয় ৯ ওভারেরও বেশি। এমন খাঁদের সামনে চলে আসা দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার।

স্বর্ণা আক্তারের সঙ্গে জুটি গড়ে রান বাড়িয়ে নেন দলের স্কোরবোর্ডে। স্বর্ণা নিজের ২০ রানে আউট হলেও ব্যাট হাতে ক্রিজ আগলে ছিলেন শারমিন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে ফেরেন তিনি। আর কোন বড় ইনিংস করতে না পরায় ৮৭ রানেই থেমে যায় টাইগ্রেসরা।

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে আয়ারল্যান্ডের মেয়েরা৷ দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন মিডল অর্ডার ব্যাটার লরা ডোলানি। বল হাতে ২০ রানে দুই উইকেট শিকার করেন টাইগ্রেস বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ম্যাচের শুরু থেকেই সাবলীল খেলতে থাকেন দুই আইরিশ ওপেনার অ্যামি হান্টার ও গ্যাবি লুইস। তবে তাদেরকে বেশিদূর যেতে দেননি নাহিদা আক্তার। লুইসকে ১৪ রানে ফিরিয়ে ভাঙেন ৩৪ রানের জুটি।

দলীয় ৪৮ রানের মাথায় অ্যামিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন জান্নাতুল সুমনা। ২৩ বলে ২৩ রান করেন অ্যামি। এরপর ওরলা প্রেন্ডারগাস্টের সঙ্গে মিলে দলকে এগিয়ে নেন লিয়া পল। দুজন বিচ্ছিন্ন হন দলীয় ৭৫ রানের মাথায়। প্রেন্ডারগাস্টকে ফিরিয়ে নাহিদা ভাঙেন জুটি। তাতে আয়ারল্যান্ডের ১২.৩ ওভারে স্কোর দাঁড়ায় ৭৫ রানে ৩ উইকেট।

এরপর আরেকটি দারুণ জুটি গড়েন লিয়া পল ও ডেলানি। দুজন মিলে দলকে একশ রানের ঘর পার করেন। দলের রান একশ পার হওয়ার খানিকবাদেই লিয়াকে ১৬ রানের মাথায় সাজঘরে ফেরত পাঠান জাহানারা আলম। দারুণ ক্যাচ নেন তাজ নেহার।

ডেলানি একপ্রান্ত আগলে দলের রানের চাকা সচল রাখেন। তিনি আউট হন দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়ে। শেষ উইকেট হিসেবে ডেলানিকে আউট করেন ফাহিমা খাতুন। আউটের আগে ২৫ বলে ৪ চারের মারে ৩৫ রান করেন ডেলানি। তাতে লড়াকু সংগ্রহ পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নাহিদা।