খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

খুলনা প্রেসক্লাবে সম্পাদকদের সঙ্গে বিএনপি নেতা হেলালের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০৩:২৫ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৪


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল শনিবার সন্ধ্যায় স্থানীয় সম্পাদকবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
খুলনা প্রেসক্লাবের ভিআইপি কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্ল¬বে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রতিবেশী দেশ ভারতে গিয়ে সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ভারতের ৪৯টি গণমাধ্যম বিভিন্ন ধরনের গুজব ও মিথ্যাচার করছে। ৫ আগস্ট পরবর্তী হিন্দু স¤প্রদায়ের উপরে কোনো ধরনের হামলা-মামলার ঘটনা ঘটেনি। বিএনপি সংখ্যালঘু তত্তে¡ বিশ^াসী না। বিএনপি মনে করে বাংলাদেশে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশী। ভারতের গণমাধ্যমের মিথ্যাচারের বিরুদ্ধে খুলনার সম্পাদকদের এগিয়ে আসার আহŸান জানান। 
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ও দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।