খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

প্রিন্স সভাপতি : মুক্তাদির সম্পাদক

রূপসায় কালীবাড়ি বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি |
০৩:৩৪ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৪


দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে রূপসার নৈহাটী কালিবাড়ি বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।  শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২১৯ জন ভোটারের মধ্যে ২১৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোঃ শাহ জামান প্রিন্স (চেয়ার) ১৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম (আনারস) পেয়েছেন ৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ মুক্তাদির বিল­াহ (মোটরসাইকেল) ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী  মোহাম্মদ ইসলাম ফকির (মোরগ) পেয়েছেন ২৮ ভোট। এছাড়া সহ-সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন হিবু ও মোঃ ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মিকাইল হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ হাসিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওমর আলী ফকির নির্বাচিত হন। এছাড়া প্রচার সম্পাদক পদে মোঃ রনি শেখ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের শেখ এবং নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সদস্য আবু হারুনার রশিদ, সমাজসেবক মোঃ আসলাম শেখ ও মোঃ বেল­াল হোসেন। নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা  অনুষ্ঠান বিকেলে নৈহাটি কালীবাড়ি বাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন  উপজেলা বিএনপি’র আহবায়ক মোল­া সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস শেখ, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ রয়েল আজম। বক্তৃতা করেন বিএনপি নেতা বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম দিদার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোল­া রিয়াজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন, ইউপি সদস্য লিপিকা রানী দাস, রেশমা বেগম, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম রিপন, বাবু মোল­া, মোঃ মুছা শেখ প্রমুখ।