খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

দাকোপে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন

দাকোপ প্রতিনিধি |
০৩:৩৮ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৪


দাকোপের খাটাইল গ্রামের শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংঘের আয়োজনে পানখালী ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বিকেলে খোনা-খাটাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আমীর এজাজ খান। আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নু, দাকোপ উপজেলা সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা আহবায়ক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, জেলা সাবেক সদস্য রাহাত হোসেন লাচ্চু, চালনা পৌর সদস্য সচিব আল আমীন সানা, পানখালী ইউপি সভাপতি আব্দুর রউফ সরদার, উপজেলা যুগ্ম-আহবায়ক শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোঃ বাচ্চু ফকির, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক শেখ, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোল­া আব্দুর রাজ্জাক, উপজেলা তাঁতি দলের সভাপতি আবু সাঈদ গাজী। রেফারীর দায়িত্বে ছিলেন আব্দুর বারিক শেখ ও এফ এম মোস্তাফিজুর রহমান।