খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

শাহ্নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখা প্রয়োজন : খুবি উপাচার্য

খবর বিজ্ঞপ্তি |
০৫:০০ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৪


খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, সমাজে অনেক শিক্ষার্থী রয়েছে, যারা অসম্ভব মেধাবী হওয়া সত্তে¡ও আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদের সঠিকভাবে বিকশিত করতে পারে না। উন্নতশিক্ষা গ্রহণের ক্ষেত্রে তারা নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। উচ্চশিক্ষার জন্য এ সকল অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আমাদের একটু সহযোগিতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ সঠিকভাবে গড়ে উঠতে পারে। 
তিনি আরও বলেন, ‘শাহ্নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন’ সমাজের অসহায়, দুস্থ এবং অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ শিক্ষা ও সংস্কৃতির মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। 
শাহ্নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও তাদের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং তাদের কর্মকাণ্ডে উৎসাহী হয়ে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন উন্নয়ন ও সেবাধর্মী সংস্থা এবং প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার বেলা ১১টায় খুলনা বিএমএ মিলনায়তনে ‘শাহ্নওয়াজ আলীশিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন’ কর্তৃক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপাচার্য এ কথা বলেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সৈয়দ তোশারফ আলী। তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন ও উন্নত বিশ্বের নানা দেশের শিক্ষা-সংস্কৃতির বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। 
ফাউন্ডেশনের সভাপতি এস এম শাহ্নওয়াজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সরকারি প্রফুল­ চন্দ্র (পিসি) কলেজ বাগেরহাটের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান। 
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহŸায়ক এনামুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শেখ আব্দুল আজিজ, খুলনা কোর্টের এপিপি এড. শেখ আলফাজ হোসেন, রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনার সাবেক সভাপতি সরদার হাছিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একুশে টিভির বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি প্রফুল­¬ চন্দ্র কলেজ বাগেরহাট, কাজি আজহার আলী কলেজ ফকিরহাটের ১৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন। এ সময় প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। এ সময় খুলনার বিশিষ্ট নাগরিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।