খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা আগামীকাল খুলনা আসছেন

তথ্য বিবরণী |
০৮:১৩ পি.এম | ০২ ডিসেম্বর ২০২৪


স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) এক দিনের সফরে আগামীকাল ৯ ডিসেম্বর সোমবার খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপদেষ্টা সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা রেঞ্জ পুলিশ, রেঞ্জস্থ সকল জেলার পুলিশ ইউনিট, খুলনা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। তিনি বিকাল তিনটায় অতিরিক্ত পরিচালক খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার খুলনা অঞ্চলে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকেলে উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।