খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

সাবিনাদের কোটি টাকা পুরস্কার বিওএ’র

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৩৯ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৪


সাফজয়ী নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এাসোসিয়েশন (বিওএ)। গতকাল কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা খাতুনদের হাতে এই পুরস্কার তুলে দেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  
সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, নানা প্রতিকূলতা সত্তে¡ও বাংলাদেশ নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। তারা দেশের গর্বের ধন। একাধিকবার সাফ জয়ের মাধ্যমে নারী ফুটবল দল এ স্বীকৃতি অর্জন করেছে। উৎসবের আমেজে সংবর্ধনার এ আয়োজন নারী ফুটবলারদের প্রেরণা জোগাবে।  তিনি আরও বলেন, দেশের ফুটবলকে এগিয়ে নিতে অলিম্পিক এসোসিয়েশনের পাশাপাশি সেনাবাহিনীও প্রচেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনীতেও নারী ফুটবল দল গঠন করা হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর নারী ফুটবল দল বেশ সফলতাও অর্জন করেছে। 
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনার আনন্দঘন এই আয়োজন অনুপ্রেরণা যোগাবে। শুধু সাফ নয়, এএফসি কাপ জেতারও স্বপ্ন দেখছে নারী ফুটবলাররা। 
সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমা টুর্নামেন্ট সেরা ও রূপনা চাকমা সেরা গোলরক্ষক হওয়ায় তাদের অতিরিক্ত পৌনে ২ লাখ টাকা দিয়ে পুরস্কৃত করে বিওএ। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান এডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান, সেনা বাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল­াহ মিনহাজুল আলম ।