খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

মৌলভীবাজার জেলা যুবলীগ নেতার বাড়িতে গভীর রাতে আগুন, মা ও চাচী নিহত

খবর প্রতিবেদন |
০৬:১৬ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৪


মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে দু’জনের  মৃত্যু হয়েছে।
গত শনিবার দিবাগত রাতে এই ঘটনায় দগ্ধ হয়ে ঘরে থাকা তাঁর মা শেখ মেহেরুন্নেসা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) মারা গেছেন। শেখ রুমেল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
রুমেল আহমদের মামা মকছুছ মিয়া বলেন, বাড়িতে রুমেলের মা ও চাচী থাকতেন। সিকিউরিটি গার্ড থাকতেন আলাদা রুমে। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে বাড়িতে আগুন জ্বলতে দেখেন সিকিউরিটি গার্ড। পরে আশপাশের লোকজন ও মসজিদের মাইকে বিষয়টি জানানো হয়। খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
বাড়ির পাশে পাঁচ লিটারের একটি বোতলে কিছু পেট্রোল পাওয়া গেছে বলে দাবি করেন মকছুছ।
এদিকে আত্মগোপনে থাকা জেলা যুবলীগের সহ-সভাপতি রুমেল আহমদ ফেসবুকে লিখেছেন, আমার বাড়িতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় আমার আম্মা শেখ মেহেরুন্নেছা ও আমার চাচী ইন্তেকাল করেছেন। প্রিয় মোস্তফাপুর ইউনিয়ন ও মৌলভীবাজারবাসী, আমি এর বিচার সর্বোচ্চ কিছুর মালিক আল­¬াহর কাছে দিলাম।
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজারের (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য দু’জনের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।  
বাড়ির পাশে বোতলে পেট্রোল পাওয়ার দাবির বিষয়ে ওসি বলেন, বোতলে ডিজেল ছিল। এখন আমন ধান ঘরে তোলার মৌসুম। ধান মাড়াইয়ের মেশিনে ব্যবহারের জন্য কেউ ডিজেলের বোতল এনে থাকতে পারে। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ জানায়নি।