খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

বাগদান সারলেন সেলেনা

খবর বিনোদন |
০৩:৩৫ এ.এম | ০৭ ডিসেম্বর ২০২৪


গেল আগস্টে গুঞ্জন ওঠে দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোরের সঙ্গে বাগদান সেরেছেন হলিউড সেলেনা গোমেজ। চার মাসের মাথায় গুঞ্জনটি সত্যি হয়ে ধরা দিল। ১১ ডিসেম্বর সামাজিক মাধ্যমে সুসংবাদটি ভাগ করে নিয়েছেন এ গায়িকা ও অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রামে বাগদানের আংটির ছবি প্রকাশ করেন সেলেনা। ক্যাপশনে লেখেন, ‌‘এখন শুরুটা চিরকালের জন্য...।’ গায়িকার এই পোস্টে ভক্তদের নজর কেড়েছে, অনামিকায় পরা হীরার আংটি। কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। মন্তব্য করেছেন ব্লাঙ্কোও। তিনি লিখেছেন, ‘আরে অপেক্ষা করুন... এটা আমার বউ।’

এক বছরের সম্পর্ক বেনি-সেলেনার। এক বসন্ত চুটিয়ে ডেটিং করে কাগজে কলমে বাধা পড়লেন তারা। এর আগে সংবাদমাধ্যমের কাছে প্রাক্তন প্রেমিকদের সঙ্গে তুলনা করে বেনিকে নিয়ে সেলেনা বলেছিলেন, ‘আমি যাদের সঙ্গে থেকেছি, সম্পর্কে জড়িয়েছি, সবার চেয়ে ও ভালো।’ এবার সেই ভালো মানুষটিকেই নিজের জীবনের সঙ্গে বাঁধলেন জনপ্রিয় এ তারকা।