খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

‘শেখ হাসিনা এদেশে একক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছেন’

আ’লীগ আমলে ট্রাইব্যুনালে যুক্তদের বিচারের আওতায় আনার দাবি জামায়াতের

খবর প্রতিবেদন |
০২:৩০ পি.এম | ০৭ ডিসেম্বর ২০২৪


জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর নেতারাসহ দেশের ইসলামী দলগুলোকে নিঃশেষ করে শেখ হাসিনা এদেশে একক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছেন। এজন্য দলীয় বিচারক, দলীয় প্রসিকিউটর দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টন কলেজ মাঠে পল্টন থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার ।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট পট-পরিবর্তনের পর গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। বর্তমানে প্রসিকিউশনে জামায়াত-শিবিরের রাজনীতিতে যুক্ত একাধিক আইনজীবী রয়েছেন। জামায়াতের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি একাত্তরে দলটির ভূমিকা স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে ছিল।
গোলাম পরওয়ার  বলেন, ‘সেই ট্রাইব্যুনালে দলীয় সাক্ষী দিয়ে সাজানো মামলায় মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামারুজ্জামান, কাদের মোল­া, অধ্যাপক গোলাম আযম, আল­ামা দেলোয়ার হোসাইন সাঈদী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যা করা হয়েছে। হাসিনার গঠিত ট্রাইব্যুনালের বিচারকরা সাজানো মামলায় ফাঁসির আদেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন।’  
তিনি ‘সেই ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর, সাক্ষীদের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনার’ দাবি জানান।
গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে না, তবে কালক্ষেপণও চায় না। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।’
মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আনসার লীগ, রিকশা লীগ, এই লীগ সেই লীগ সবশেষ ইসকন ইস্যুকে কেন্দ্র করে শেখ হাসিনা দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করেছেন। আওয়ামী লীগ ব্যতীত এদেশে কেউ হিন্দুদের সম্পদ দখল করেনি, হিন্দুদের মন্দির ভাঙচুর করেনি। তারা রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হিন্দুদেরকে বারবার ব্যবহার করতে চেয়েছে। বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ।’
পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন নূরুল ইসলাম বুলবুল, হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ। পল্টন থানা জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।