খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২

ফকিরহাটে রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্রের লোহার সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১

ফকিরহাট প্রতিনিধি |
০৫:১৩ পি.এম | ০৯ ডিসেম্বর ২০২৪


বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৬ টন ৪২৮ কেজি লোহার মোটা পাতসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনীর একটি দল। জেলার ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াছিন হাওলাদার (১৯) নামে সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার হয়েছে। সে খুলনার রূপসা উপজেলার আমদাবাদ এলাকার মাইনুল হাওলাদারের ছেলে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শিবলী নোমানী বাদি হয়ে শনিবার দুপুরে একটি মামলা করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আলমগীর কবীর জানান, শুক্রবার রাত ১০টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও থানা পুলিশের একটি দল উপজেলার সুকদাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে হালিম সরদারের ভাঙ্গারীর দোকান থেকে ১৬ টন ৪২৮ কেজি লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বলে জানান তিনি। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও ভাঙ্গারীর মালিক হালিম সরদার পালিয়ে গেছে।