খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

খুলনায় বিনম্র শ্রদ্ধায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক |
০৬:৫০ পি.এম | ০৯ ডিসেম্বর ২০২৪


খুলনায় বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সকালে গল­ামারী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও নগর ইউনিট। এ সময় নগর ইউনিটের আহবায়ক সাবেক মেয়র মোঃ মনিরুজ্জামান মনি, জেলা ইউনিটের আহবায়ক মোঃ আবু জাফর, আ ব ম নরুল আলম, রফিক উদ্দিন বাবলু, মুস্তাফিজুর রহমান নবাব, মোঃ আবদুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
খুলনা বিশ্ববিদ্যালয় : দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আলোচক হিসেবে বক্তৃতা করেন ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) ইমেরিটাস প্রফেসর ড. এটিএম নূরুল আমিন এবং কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। 
সভার শুরুতে বক্তারা শহিদ বুদ্ধিজীবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ, আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মীর মুগ্ধ’র নানা স্মৃতিচারণ করেন। 
দিবস উদ্যাপন কমিটির আহŸায়ক ও আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উদ্যাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোঃ মাহদী-আল-মুহতাসিম নিবিড় ও আইরিন আজহার ঊর্মি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
এর আগে দিবসের শুরুতে সকাল সাড়ে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ এবং উপাচার্যের পক্ষে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান কর্তৃক কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপ-উপাচার্যের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রাক্কালে শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। শহিদ মিনারে উপাচার্যের পক্ষে উপ-উপাচার্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।  এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম ও বিভিন্ন অনুষদের ডিনগণ। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা, কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক আহসান হাবীব, কর্মচারীদের মধ্যে থেকে মোঃ মেহেদী ইসলাম। 
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা (অর্ধনমিত) এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া এদিন বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় : দিবসটি উপলক্ষে শনিবার প্রথম প্রহরে নগরীর গল­ামারীস্থ বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি : দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণসহ গল­ামারী স্মৃতি সৌধে সকাল সাড়ে ৯টায় পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজীর ডীন (ভারপ্রাপ্ত) মোঃ ইনজামাম-উল-হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, প্রক্টর মোঃ আসাদুজ্জামান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল মোমিন নোমানী।
খুলনা প্রেসক্লাব : দিবস উপলক্ষে শনিবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, মোঃ এরশাদ আলী, মোস্তফা জামাল পপলু, শেখ কামরুল আহসান, আতিয়ার পারভেজ, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন ও  মোহাম্মদ মিলন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, দেবব্রত রায়, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মোঃ নুরুল হাসান লিটু, এস এম নূর হাসান জনি, মোঃ নাজমুল হাসান, শেখ জাহিদুল ইসলাম, একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, মিলন হোসেন, মহেন্দ্রনাথ সেন, মোঃ সোহেল রানা, তুফান গাইন, মোঃ মেহেদী মাসুদ খান,শাহানা পারভীন শিল্পী, মোঃ হাসানুর রহমান তানজিরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।  সভা শেষে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা : দিবস উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে আলোচনা সভায়  সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ আনিসুজ্জামান।
ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বক্তৃতা করেন বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সদস্য এরশাদ আলী, জি এম রফিকুল ইসলাম, মোঃ জাকিরুল ইসলাম, আতিয়ার পারভেজ, কে এম জিয়াউস সাদাত। এ সময় এম এ হাসান, নাজমুল হক পাপ্পু, মাশরুর মুর্শেদ, সেখ ইউসুফ আলী, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, রকিবুল ইসলাম মতি, সেলিম গাজী, এম এ জলিল, কামরুল হোসেন মনি প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান।
খুলনা সাংবাদিক ইউনিয়ন : দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কৌশিক দে, যুগ্ম-সম্পাদক এস এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার, সিনিয়র সাংবাদিক দৈনিক জন্মভ‚মি ফটো সাংবাদিক দেবব্রত রায়, ফটো সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ।
আযম খান সরকারি কমার্স কলেজ : দিবস উপলক্ষে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন আনজুম সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শেখ রেজাউল করিম। আয়োজক কমিটির আহŸায়ক সহযোগী অধ্যাপক ড. মোঃ নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন প্রফেসর মোহাম্মদ আবুল ফজল, প্রফেসর সাইফুল ইসলাম ও সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী। দিবসটি উপজীব্য করে স্ব-লিখিত  প্রবন্ধ পাঠ করেন প্রভাষক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শামসুন নাহার ও প্রভাষক মোঃ আব্দুর রহিম। 
সিপিবি জেলা ও মহানগর : দিবস উপলক্ষে গল­ামারী শহিদ স্মৃতিসৌধে শনিবার সকাল সাড়ে ৭টায় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ডাঃ এস এম ফরিদুজ্জামান, তোফাজ্জেল হোসেন, নিতাই পাল, অধ্যাপক সঞ্জয় সাহা, মোস্তাফিজুর রহমান রাসেল, হুমায়ুন কবীর, এড. সুব্রত কুণ্ডু, ওয়াহেদুর রেজা বিপলু, ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নাহিদ ইসলাম, শান্তা নিবেদিতা, দিপ্ত সাহা, প্লাবন চন্দ্র চন্দ, তনুলতা, মিনাজ প্রমুখ।  
রায়েরমহল কলেজ : দিবস উপলক্ষে শনিবার রায়েরমহল কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান রোকসানা পারভীনের সভাপতিত্বে ও প্রভাষক শরিফা খাতুনের পরিচালনায় বক্তৃতা করেন, শিক্ষক প্রতিনিধি শেখ শামসুদ্দীন দোহা, সহ-অধ্যাপক যথাক্রমে শেখ আরিফ হাসান, পাপিয়া সুলতানা, আব্দুল হান্নান, আহসান হাবীব, গাজী জাহিদুল হক, প্রভাষক শাহিনুর ইসলাম প্রমুখ। শেষে শহিদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি : দিবস উপলক্ষে শনিবার প্রথম প্রহরে গল­ামারি স্মৃতিসৌধে পুষ্পমালা প্রদানপূর্বক পার্টির মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পরবর্তীতে সন্ধ্যায় শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকমণ্ডলী সদস্য নারায়ণ সাহা, সাবেক ছাত্রনেতা দেবব্রত রায়, বিশিষ্ট সমাজসেবক তাপস দে, নাগরিক নেতা অরূপ দেবনাথ প্রমুখ।