খুলনা | মঙ্গলবার | ১৪ জানুয়ারী ২০২৫ | ১ মাঘ ১৪৩১

রূপসায় চেয়ারম্যান কাপ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রূপসা প্রতিনিধি |
১২:০৪ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৪


রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারিকেলী চাঁদপুর এনসি ইউনাইটেড ক্লাব আয়োজিত ৮ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নলদা প্রগতি সংঘ একাদশ ও পিঠাভোগ ফুটবল একাডেমি। খেলায় নলদা প্রগতি সংঘ ৪-২ গোলে পিঠাভোগ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের পক্ষে সাইফুল­াহ ৩টি গোল করায় তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়। খেলা পরিচালনা করেন কামাল আহম্মেদ, মনির ঢালী, জুয়েল। 
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন ক্রীড়া চর্চার মাধ্যমে যুবকদের মেধা বিকশিত হয়। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মন মানসিকতাও উন্নত হয়। তিনি বলেন ফুটবল বাংলাদেশের এক জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলা। ফুটবলের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিতি লাভ করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, সাবেক যুগ্ম-আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল­া খায়রুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল­া সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা আরাফাত কোকো স্মৃতি সংসদ আহবায়ক আরিফুর রহমান, ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ। 
ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক, এনসি ক্লাবের সভাপতি এস এম এ মালেকের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু। ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক মিকাইল বিশ্বাসের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, জেলা বিএনপি নেতা নাজমুর সাকিব পিন্টু, বিএনপি নেতা হুমায়ুন কবির, মোল­া এনামুল কবির, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, কৃষকদল নেতা আবু সাঈদ, বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি, জাসাস নেতা শাহাজালাল লস্কর, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, খান আলিম হাসান, সৈয়দ কামরুজ্জামান নান্টু, জহিরুল হক শারাদ, শাহানাজ ইসলাম, হাসিবুর রহমান, আনোয়ার লস্কর, যুব নেতা রনি লস্কর, ওলিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু, মোকারম হোসেন, ছাত্রদল নেতা শফিকুর রহমান, সফর কাজী, রাকিব আহাদ প্রমুখ।