খুলনা | রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১

বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৩৯ পি.এম | ১৯ ডিসেম্বর ২০২৪


আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগে এবার খেলতে দেখা যাবে শাহিন আফ্রিদিকেও। পাকিস্তানের তারকা পেসার এবারই প্রথমবারের মত খেলবেন বিপিএলে।

বিপিএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নরাই দলে ভিড়িয়েছে পাকিস্তানের তারকা এ পেসারকে।

শাহিনকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল। সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বরিশাল জানিয়েছে, ‘পাকিস্তানের পেস জাদুকর শাহিন আফ্রিদি ফরচুন বরিশালে যোগ দিয়েছেন। শাহিন এখন দক্ষিণী আর্মির অংশ হতে চলেছেন।’

শাহিনকে দলে স্বাগত জানাতে বরিশাল উদগ্রীব হয়ে আছে বলেও জানিয়েছে বরিশাল। এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বিপিএলের পুরো আসরে শাহিনকে দলে পাবে না বরিশাল।

বরিশালের কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, শাহিনকে সরাসরি সাইনিংয়ে দলে নেয়া হয়েছে। তবে তাকে শুধু এবারের আসরের প্রথম পাঁচ ম্যাচেই পাওয়া যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শাহিনকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে।