খুলনা | রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১

পাকিস্তানে জঙ্গি হামলায় ১৬ নিরাপত্তা কর্মী নিহত

খবর প্রতিবেদন |
০৬:১৫ পি.এম | ২১ ডিসেম্বর ২০২৪


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গি হামলায় ১৬ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের সিনিয়র কর্মকর্তা হিদায়াত উল্লাহ। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এই হামলা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় নিরাপত্তা বাহিনীর একটি পোস্টে হামলা চালানো হয়। হামলাকারীরা হালকা এবং ভারী অস্ত্র ব্যবহার করেছে।

হিদায়াত উল্লাহ বলেন, ‘এলাকায় একটি তল্লাশি অভিযান চলছে।’

পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। গ্রুপটি দাবি করেছে, হামলায় ৩৫ জন নিরাপত্তা কর্মী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। যদিও তারা তাদের যোদ্ধাদের হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি।

টিটিপি সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে। সংগঠনটি বিভিন্ন সুন্নি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর ছাতার সংগঠন হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকার উৎখাত করে কঠোর ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, টিটিপি আফগান তালেবান থেকে আলাদা হলেও ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় থাকা ইসলামপন্থী গোষ্ঠীর প্রতি আনুগত্য প্রকাশ করেছে।