খুলনা | শনিবার | ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১

আবেদন করে ওসির পদ ছাড়লেন তিনি

খবর প্রতিবেদন |
০১:২৩ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৪


আবেদন করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদ ছাড়লেন মোঃ এরশাদ আহমেদ। তার জায়গায় নতুন ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন পরিদর্শক তাসলিমা আক্তার। 
বুধবার ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী সই করা অফিস আদেশে ডিএমপির উইমেন সাপোর্ট এ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র ইন্সপেক্টর তাসলিমা আক্তারকে বদলি করা হয়েছে। এর আগে মঙ্গলবার এরশাদ আহমেদকে বদলি করা হয়। 
বুধবার আনুষ্ঠানিক ভাবে বিমানবন্দর থানা থেকে এরশাদ আহমেদকে বিদায় জানানো হয়। এ সময় ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শক এরশাদ আহমেদ বলেন, ওসির পদ ছাড়তে ডিএমপিতে দরখাস্ত করি। গত ২২ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় ওসি হিসেবে আমাকে বদলি করা হয়। ওই সময় রংপুর পুলিশের ট্রেনিং সেন্টার কর্মরত ছিলাম। থানার ওসি হিসেবে যোগ দেওয়ার ইচ্ছা ছিল না। ওই সময় বিষয়টি রংপুর জেলার এসপিকে জানানো হয়। কিন্তু কোনো কাজ হয়নি। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথায় দেশের ক্রাইসিস মুহূর্তে বিমানবন্দর থানায় যোগ দেই। 
তিনি আরও বলেন, বিমান বন্দরের পরিস্থিতি এমন পর্যায় ছিল যেকোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য থানা থেকে বের হওয়ার সাহস পাচ্ছিলেন না। ওই সময় বিমানবন্দর এলাকায় চলছিল বেবিচকের কর্মরত ১২শ’ আনসার সদস্যদের বিদ্রোহ। পরে বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, বিমানবন্দর থানায় যোগ দেওয়ার এক মাস না যেতেই ওসির পদ থেকে অন্যত্র বদলি করার জন্য ডিএমপিতে দরখাস্ত করা হয়। গত মঙ্গলবার ডিএমপি থেকে বদলি আদেশ হাতে পাই। 
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সাধারণত ওসি হওয়ার জন্য সবাই তদবির করেন। সেখানে এরশাদ আহমেদ চার মাসের মাথায় আবেদন করে ওসির পদ ছেড়ে দিলেন।