খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

নগরীর আলামিন হত্যা মামলার বাদী ছোট ভাই তৌহিদকে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক |
০১:২৮ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৪


নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট নবম গলি এলাকার আলোচিত আলামিন হত্যার আসামিরা ভাই তৌহিদ শেখ (৩৫) কে পিস্তল ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে আহত করার অভিযোগ উঠেছে। আহত তৌহিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার  বিকেল আনুমানিক ৪টায় খুলনার লবণচরা থানার ছাচিবুনিয়া বাজারের রেল স্টেশন সংলগ্ন মেইন সড়কের উপর এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বটিয়াঘাটা শান্তিনগর দারোগার ভিটা এলাকায় আহত তৌহিদ তার পরিবার নিয়ে মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে ৫-৬টি মোটরসাইকেলে থাকা ১০-১১ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল গতিরোধ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও পিস্তল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আহত তৌহিদের মোটরসাইকেলটিও ভাঙচুর করে সন্ত্রাসীরা। আহত তৌহিদ শেখ বলেন, আমাকে যারা রক্তাক্ত জখম করেছে তারা আমার ভাই আলামিন হত্যার আসামি। এই আসামিরা স¤প্রতি জেল থেকে বের হয়ে এবং পলাতক আসামিরা একত্রিত হয়ে তারা আমাকে হত্যার উদ্দেশ্য করে পিস্তল ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আঘাত করে মৃত ভেবে রাস্তায় ফেলে পালিয়ে যায়।