খুলনা | শনিবার | ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১

এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগ

বন্ধন ক্রিকেট একাডেমির জয়

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৫ এ.এম | ২৭ ডিসেম্বর ২০২৪


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় “এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগের বৃহস্পতিবারের খেলায় বন্ধন ক্রিকেট একাডেমি ২ উইকেটে টুটপাড়া বয়েজ ক্লাবকে পরাজিত করে।  
টুটপাড়া বয়েজ ক্লাব ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯২ রান করে। দলের পক্ষে তানভীর সর্বোচ্চ ৪৫, রহিত রায় ৩৩ ও উষ্ণ ৩৩ রান করেন। বন্ধন ক্রিকেট একাডেমি এর লিমন ৩০ রানে ৩ উইকেট লাভ করেন। জবাবে বন্ধন ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ৩৫.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে জয়লাভ করেন। বন্ধন ক্রিকেট একাডেমির আল-আমিন সর্বোচ্চ ৬৩, লিমন ২৩ রান করেন। টুটপাড়া বয়েজ ক্লাব এর ওমর ২৬ রানে ২ উইকেট করে লাভ করেন।