খুলনা | শনিবার | ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১

তেরখাদা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

তেরখাদা প্রতিনিধি |
১২:৪৩ এ.এম | ২৭ ডিসেম্বর ২০২৪


তেরখাদায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন হয়ছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার ও সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করেন। 
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল­াহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অবঃ) ডিআইজি মোঃ ওয়ালিয়ার রহমান, নৌবাহিনীর লেঃ কমান্ডার কাজী রিফাত যোবায়ের, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুর কবির, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ন‚রুল হাই মোহাম্মদ আনাছ, বিপিএএ, সহকারী কমিশনার মিস আঁখি শেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ তায়জুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী, মোঃ রবিউল হোসেন, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, শরীফ নাঈমুল হক, কে এম মোস্তাক আহমেদ, প্রধান শিক্ষক মাওলানা শারাফাত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সামাজিক রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।