খুলনা | শনিবার | ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১

মোল্লাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

মোল্লাহাট প্রতিনিধি |
১২:৪৬ এ.এম | ২৭ ডিসেম্বর ২০২৪


বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩ জনের ১ জন মারা গেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাহাদুল (২৭) মারা যায়। অন্য দুই আরোহী তারেক খাকী (২০) ও মানিক শেখের (২০) অবস্থা আশঙ্কাজনক বলে জানায় আহতদের পরিবার।
উলে­খ্য বুধবার সন্ধ্যায় উপজেলার ভান্ডারখোলা এলাকার মোল্লাহাট-চিতলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত দু’জনের বাড়ি মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করেন। এলাকাবাসী জানায় তিন বন্ধু একসাথে ঘুরতে বেরিয়েছিল। বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।