খুলনা | শনিবার | ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:০০ এ.এম | ২৭ ডিসেম্বর ২০২৪


অপহরণ ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি এড. জরুহুল হায়দার বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার দিবাগত রাতে যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী বাবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় খুলনার পশ্চিমবানিয়া খামার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার জহুরুল হায়দার বাবু শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জগলুল হায়দারের ছোট ভাই।  
ওসি আব্দুর রাজ্জাক বলেন, শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের ব্যবসায়ী হাসান মিয়াকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করে যশোর আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ব্যবসায়ী হাসান মিয়াকে অপহরণ ও সাড়ে ১৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে শ্যামনগরের সাবেক এমপি জগলুল হায়দার ও যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে যশোর আদালতে অপহরণ-চাঁদাবাজির মামলা রয়েছে।