খুলনা | শনিবার | ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১

ব্যয় হবে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে

খুবি’র ১৯ ব্যাচের শিক্ষা সমাপনীর উদ্বৃত্ত অর্থ ছাত্রকল্যাণ এনডাউমেন্ট ফান্ডে প্রদান

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ২৭ ডিসেম্বর ২০২৪


খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান থেকে উদ্বৃত্ত অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ এনডাউমেন্ট ফান্ডে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদের হাতে উদ্বৃত্ত এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপাচার্য বলেন, এটি নিঃসন্দেহে অনন্য এক উদ্যোগ। মানবতার জন্য এটি দৃষ্টান্ত। ১৯ ব্যাচের শিক্ষার্থীদের এই মানবিক কর্মকাণ্ড দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে এবং পরবর্তীতে মানবতার সেবায় এগিয়ে আসবে। তিনি পেশাগত জীবনেও সফল হওয়ার পর শিক্ষার্থীদের মানবিক এমন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহŸান জানান। 
উপ-উপাচার্য বলেন, শিক্ষা সমাপনী অনুষ্ঠানের উদ্বৃত্ত নিজেদের অনুজদের কল্যাণে ব্যয় করা মহৎ কাজ। মানুষ তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকে। শিক্ষার্থীদের এ কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে তিনি অন্যদেরও এগিয়ে আসার আহŸান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং ১৯ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সাকিব, রাফিদ, প্রণয়, হৃদয়, মাহির, অপূর্ব, সাদিয়া, জিদান উপস্থিত ছিলেন।
উলে­খ্য, ১৯ ব্যাচের শিক্ষা সমাপনী থেকে উদ্বৃত্ত এই অর্থ ব্যাংকে এফডিআর হিসেবে রাখা হবে। এখান থেকে যে ইন্টারেস্ট পাওয়া যাবে, তা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের তত্ত¡াবধায়নে এবং উপাচার্যের অনুমোদনক্রমে ভবিষ্যতে গুরুতর রোগের চিকিৎসাসহ অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।