খুলনা | শনিবার | ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১

এড. সাইফুল ও এড. ইকবালের বিরুদ্ধে ৯ লক্ষ টাকা আত্মসাতের মামলা

নিজস্ব প্রতিবেদক |
০২:০৪ এ.এম | ২৭ ডিসেম্বর ২০২৪


খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম (৫৬) ও সাবেক সাধারণ সম্পাদক এড. কে এম ইকবাল হোসেন (৫৬)-এর বিরুদ্ধে ৯ লক্ষ টাকা আত্মসাতের মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এড. শেখ নুরুল হাসান রুবা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেছেন।  
মামলা সূত্রে জানা যায়, আসামিদ্বয় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে একতরফা ভোটের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে আইনজীবী সমিতি পরিচালনার ভার গ্রহণ করেন। আইনজীবী সমিতির সদস্যদের মৃত্যুর পর তার পরিবারের সহায়তার জন্য সমিতির সদস্য কল্যাণ তহবিল থেকে গঠনতন্ত্রের স্লাব অনুযায়ী তাদের পরিবারের কল্যানণর্থে মৃত ব্যক্তির ওয়ারেশদের প্রদান করা হয়ে থাকে। ২০২১ সালের ১৫ জুলাই এড. মোঃ আব্দুল মাজেদ মৃত্যুবরণ করেন। গঠনতন্ত্র অনুযায়ী মরহুম আব্দুল মাজেদ-এর ৯ লক্ষ টাকা পাওনা হয়। খুলনা আইনজীবী সমিতির ভাউচার, ক্যাশ বুক ও লেজার খাতায় দেখা যায় ওই বছরের ৩০ ডিসেম্বর আব্দুল মাজেদের ওয়ারেশদেরকে কল্যাণ তহবিলের ৯ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে। প্রকৃতপক্ষে মরহুম আব্দুল মাজেদ-এর ওয়ারেশদের কোন টাকা পরিশোধ হয়নি। জাল জালিয়াতির মাধ্যমে আসামিরা টাকা আত্মসাৎ করিয়া ভুয়া কাগজ সৃষ্টি করে পরিশোধ দেখানো হয়েছে, কিন্তু চলতি বছরের ৭ অক্টোবর ওয়ারেশদের আবেদনের মাধ্যমে জানা যায় আসামিদ্বয় কল্যাণ তহবিলের কোন টাকা পরিশোধ না করিয়া আসামিরা পরস্পর যোগসাজসে বিশ্বাস ভঙ্গ করে ৯ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে।