খুলনা | বুধবার | ০১ জানুয়ারী ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১

করাচিতে ৩ বাংলাদেশি নারী গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:৪৩ এ.এম | ২৯ ডিসেম্বর ২০২৪


পাকিস্তানি কাগজপত্র ও পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে করাচি থেকে তিন বাংলাদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার করাচির গুলশান-ই-ইকবাল এলাকা থেকে পলাতক এ তিন নারীকে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) গ্রেফতার করে।
গ্রেফতার ওই তিন বাংলাদেশি নারী হলেন আয়েশা নাজ, হিনা নাজ ও আফসান নাজ। খবর জিয়ো নিউজ উর্দুর।  
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ২০২২ সাল থেকে জালিয়াতির মামলায় এই সন্দেহভাজনদের খোঁজা হচ্ছিল, অভিযুক্তরা বিদেশি হওয়া সত্তে¡ও পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র পেয়েছিল। 
প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা জালিয়াতি করে জাতীয় পরিচয়পত্র জোগাড় করে আসছিল।
কর্মকর্তাদের মতে, গ্রেফতারের পর এখন তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের সহায়তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও তদন্ত করা হবে।