খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

মেলবোর্নে শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

ক্রীড়া প্রতিবেদক |
০১:৩৭ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৪


ভারতের প্রথম ইনিংসে ১১৯তম ওভারে বল হাতে আসেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তার বল মোহাম্মদ সিরাজের ব্যাট ছুঁয়ে ক্যাচ বিহাইন্ড হয়েছে কিনা নিশ্চিত ছিলেন না মাঠ আম্পায়ার মাইকেল গফ। সেটি পর্যালোচনা করতে পাঠানো হয় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের কাছে। তড়িঘড়ি করে বাংলাদেশি আম্পায়ার জানিয়ে দেন এটি ‘নট আউট’। তাতে উঠেছে বিতর্ক।

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে বৃহস্পতিবার টসে জিতে রোহিত শর্মাদের ফিল্ডিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। ১২২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে থামে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ১৪০ রান করেন স্টিভেন স্মিথ। জবাবে নীতিশ কুমার রেড্ডির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৩৬৯ রানে থামে সফরকারী ভারত।

ভারতের প্রথম ইনিংসে সিরাজের ব্যাটে লেগে বল স্মিথের হাতে গেলেও হাতে জমার আগে বল মাটিতে ড্রপ করেছে কিনা তা নিয়েই ছিল সন্দেহ। রিপ্লে দেখে সিদ্ধান্ত জানাতে খুব বেশি সময় নেননি শরফুদ্দৌলা। দুবার রিপ্লে দেখার পর তিনি জানিয়ে দেন আউট নয়।

এমন সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি অজি অধিনায়ক কামিন্স। এরপর তিনি মাঠে থাকা আম্পারের কাছে রিভিউ চান। এক সিদ্ধান্তে দুবার রিভিউ হয় না জানিয়ে মাঠের দুই আম্পায়ার গফ ও জোয়েল উইলসন আবেদন প্রত্যাখ্যান করেন কামিন্সের। আবার ধারাভাষ্য কক্ষে বলা হয়েছে, অন্যকোনো কারণও দেখানো হতে পারে কামিন্সকে।