খুলনা | শনিবার | ০৪ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

সাদপন্থী নেতা জিয়া বিন কাসেম দুই দিনের রিমান্ডে

খবর প্রতিবেদন |
০৩:০৭ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৪


টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় তিনজন নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার মাওলানা সাদ কান্দলভির অনুসারী জিয়া বিন কাসেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।

এর আগে দুপুরে কড়া পুলিশে নিরাপত্তায় জিয়া বিন কাসেমকে আদালতে তোলা হয়।

গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে জিয়া বিন কাসেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানির জন্য সকালে সাদপন্থী এই নেতাকে আদালতে আনা হয়।

রিমান্ড আবেদন শুনানিকালে তাবলিগের বিরোধী পক্ষ শুরাপন্থীরা জিয়া বিন কাসেমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন।

টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে ১৮ ডিসেম্বর রাত ৩টার দিকে সাদপন্থীরা আলমি শুরার সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কিশোরগঞ্জ, ফরিদপুর ও বগুড়া জেলার তিন ব্যক্তি নিহত হন।

এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর মাওলানা জোবায়েরের অনুসারী হিসেবে পরিচিত এস এম আলম হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে এজাহারনামীয় ৬নং আসামি জিয়া বিন কাসেমকে গত শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি সাদ অনুসারী মুয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে জিএমপি পুলিশ। ২০ ডিসেম্বর তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।