খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

খুলনার বর্তমান, সাবেক সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকরা

ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দান সংস্কার ও বাণিজ্য মেলা বন্ধে স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি |
১১:৪৯ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৪


খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দান সংস্কার ও বাণিজ্য মেলা বন্ধে স্মারকলিপি প্রদান করেছে খুলনার বর্তমান, সাবেক সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকরা। রোববার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।   
স্মারকলিপিতে উলে­খ করা হয়, বিগত শতবর্ষ ধরে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে (বড় মাঠ) খুলনার ক্রীড়াঙ্গণে ধারক-বাহক ও সকল ক্রীড়ার সুতিকাগার হিসাবে পরিচিত। এই মাঠ থেকে অনুশীলন করে ফুটবল ক্রিকেট এ্যাথলেটিক্সসহ বিভিন্ন ক্রীড়ায় বাংলাদেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছে ও বর্তমানেও করছে। খুলনার ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন লীগ ও টুর্নামেন্ট এই মাঠে অনুষ্ঠিত হয়। বর্তমানে এই মাঠে ১৪টি ক্রিকেট একাডেমি ও ফুটবল একাডেমিতে প্রায় ১৪ শতাধিক খেলোয়াড় নিয়মিত অনুশীলন করে। এছাড়া ভোর সন্ধ্যা ও রাতে খুলনার বিভিন্ন বয়সের নাগরিকেরা নিয়মিতভাবে শরীরচর্চা, হাটা, ব্যায়ামসহ বিভিন্ন ধরণের খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে। এছাড়া বর্তমানে ক্রিকেট লীগ শুরু হয়েছে। সেই লীগে অংশগ্রহণকারী দলগুলো অনুশীলনের একমাত্র মাঠ এই সার্কিট হাউজ মাঠ। পূর্বে এই মাঠে সিনিয়র ডিভিশন ফুটবল ও ক্রিকেট লীগসহ অনেক বড় মানের টুর্নামেন্ট অনুষ্ঠিত হত। কিন্তু বিগত ১৬-১৭ বছর ধরে এই মাঠে বাণিজ্য মেলাসহ অন্যান্য মেলা অনুষ্ঠিত হওয়ার কারণে খেলার অনুপযোগি হয়ে পড়েছে। এছাড়া এই মাঠে প্রতি বছর ২টি প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কিন্তু মেলার কারণে মাঠ সম্পূর্ণ অনুপোযোগী ও বালুর মাঠে পরিণত হওয়ায় ঈদের জামাত মুসলি­ সংখ্যা কমতে শুরু করেছে।
খুলনার ক্রীড়াঙ্গণের সুনাম ফিরিয়ে আনার জন্য এবং খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দান সংস্কার করে খেলার উপযোগি ও পরবর্তিতে যাতে বাণিজ্য মেলাসহ অন্য কোন মেলার মাধ্যমে মাঠ ক্ষতিগ্রস্ত না হয় তার সার্বিক ব্যবস্থা গ্রহণে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও সরকারের ক্রীড়া উপদেষ্টার নিকট এ স্বারকলিপি প্রদান করেছেন খুলনার বর্তমান, সাবেক সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকরা। 
খুলনার বর্তমান, সাবেক সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের পক্ষে স্বারকলিপিতে স্বাক্ষর করেছেন ক্রিকেট কোচ এজেএম অহিদুল ইসলাম সেলিম। এসময় উপস্থিত ছিলেন শাহ্ আসিফ হোসেন রিংকু, মনোয়ার আলী মনু, খান সাইফুল­াহ, জুয়েল, এজাজ, ইমরোজ, দস্তগীর হোসেন নীরা, সবুজ বাবর, বড় সবুজ, পরানসহ বিভিন্ন ক্রিকেট ও ফটবল একাডেমির খেলোয়াড়বৃন্দ।