খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী

ব্যাপক উদ্দীপনা-উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে বিপিএল

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫২ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৪


ক্রিকেট উদ্দীপনা-উন্মাদনার মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচের টিকিট সংগ্রহের জন্য সমর্থকদের আগ্রহের মাত্রাই বলে দিচ্ছে বিপিএলের ১১তম আসর নিয়ে কতটা উচ্ছ¡সিত ক্রিকেটপ্রেমিরা।
টিকেটের জন্য রোববার সকাল থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিড় জমিয়েছে সমর্থকরা। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও টিকেট সংগ্রহের কোন তথ্য পাননি তারা। ৫০ দিনব্যাপী বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। দু’টি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু-চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ঢাকা পর্ব থেকে বিপিএল শুরুর পর সিলেটে হবে দ্বিতীয় পর্ব। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে ১২টি ম্যাচ। এরপর ১৬ থেকে ২৩ জানুয়ারি চট্টগ্রাম পর্বে হবে ১২টি ম্যাচ। বিপিএলের শেষ পর্ব হবে মিরপুরে। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত লিগ পর্বসহ প্লে-অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপিএলকে নতুনভাবে শুরুর লক্ষ্য নিয়ে ইতোমধ্যে যুব উৎসব অনুষ্ঠান, মাসকট উন্মোচন এবং তিনটি ভেন্যুতে মিউজিক ফেস্টের আয়োজন করেছে বিসিবি। এবারের বিপিএলে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো  ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। 
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রতিযোগিতা বিসিবির জন্য বরাবরই আয়োজনের চ্যালেঞ্জ। দায়িত্ব গ্রহণের পর সেই চ্যালেঞ্জ সবার আগে গ্রহণ করে নেন ফারুক আহমেদ। আগের বোর্ড ঘোষণা দিয়েছিল, ২৬ ডিসেম্বর হবে বিপিএল। সেই মোতাবেকই চলে প্রস্তুতি। শুরুর তারিখ পিছিয়েছে কেবল চারদিন।
সবকিছু ঠিকঠাক থাকলে আজ সোমবার, ৩০ ডিসেম্বর) পর্দা উঠতে যাচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএল। মাঠে গড়ানোর আগে এবারের বিপিএলের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক।
কততম আসর? দশ পেরিয়ে বিপিএলের ‘‘বয়স’’ এখন এগার। এগারতম আসরের খেলা শুরু হবে আগামীকাল। শুরুটা হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে। মিরপুর শের-ই-বাংলায় দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। সন্ধ্যায় আরেকটি ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়।
কয় দলের বিপিএল? বিপিএলে এবার সাত দল অংশগ্রহণ করছে। নতুন করে কোনো দল বাড়ায়নি বিসিবি। তবে দলগুলোতে পরিবর্তন এসেছে। ৭টি দল হলো- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। পুরোনো দলের মধ্যে নেই কুমিল¬া ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।
বিপিএলের সূচি: মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ হবে ৭ ফেব্র“য়ারি। বাড়তি একদিন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। শুক্রবার বাদে দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। সন্ধ্যার ম্যাচ শুরু হবে সাড়ে ছয়টায়।
শুক্রবার দিনের ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। পরের ম্যাচ সন্ধ্যা ৭টায়। ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ঢাকায় প্রথম পর্বে মোট ৮ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল চলে যাবে সিলেটে। সিলেটে ছয় দিনে মোট ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি সিলেটে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি হবে শেষ ম্যাচ।
এরপর বিপিএলের গন্তব্য চট্টগ্রাম। চট্টগ্রামেও ছয় দিনে ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ঢাকায় হবে বিপিএলের শিরোপা নির্ধারণী পর্ব। গ্র“প পর্বের পাঁচদিনে আরও ১০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর এলিমিনেটর, দু’টি কোয়ালিফাইয়ার এবং ফাইনাল ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে। 
এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার হবে ৩ ফেব্র“য়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ৫ ফেব্র“য়ারি। এরপর ৭ ফেব্র“য়ারি হবে ফাইনাল। শেষ চার ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
টিভির পর্দায় বিপিএল: টি স্পোর্টস টেলিভিশন ও টি স্পোর্টস অ্যাপে সরাসরি বিপিএল দেখা যাবে। 
স্পন্সরশিপ: সাড়ে ৫ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের স্পন্সরশিপ কিনেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের সব হোম সিরিজের স্বত্বও এই ব্যাংকটির কাছে। এবার যুক্ত হলো বিপিএলে।
বিপিএলে জুলাই অভ্যুত্থান: ‘ডানা ৩৬’-বিপিএলের অফিসিয়াল মাসকট। প্রথমবার বিপিএলে যুক্ত করা হয় মাসকট।  ‘ডানা ৩৬’ মাসকটটি- ডানা বা পাখা প্রসারিত করা একটি ‘‘সাদা পায়রা’’ যা শান্তির প্রতীক এবং প্রতিপাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬ শে জুলাই ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে, যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। যার গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে ‘‘ডানা’’ শব্দটি পাখা অর্থে ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক।
শুরু হচ্ছে ‘তারুণ্যের উৎসব’-ও : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষে শুরু হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর বিপিএল দিয়ে এবং শেষ হবে ২০২৫ সালের ১৯ ফেব্র“য়ারি সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের ফাইনাল দিয়ে।’ 
তারুণ্যের এই উৎসবে যা যা থাকবে: বিপিএল চলাকালীন ‘শহীদ মুগ্ধ কর্নারে’ বিনামূল্যে পানি পাবেন দর্শকরা। সেখানে থাকা কিউআরকোডের মাধ্যমে স্বেচ্ছায় জুলাই ফাউন্ডেশনে অনুদানও দিতে পারবেন তারা। পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিটি ভেন্যুতে থাকবে ‘বর্জ্য-শূন্য’ জোন।