খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

জেলা মুক্তি কাউন্সিলের সভায় বক্তারা

পুলিশ ও জনপ্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
১২:১২ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা শাখার উদ্যোগে গত শনিবার বিকেল সোয়া ৪টায় খুলনা প্রেসক্লাব হলরুমে “জুলাই গণঅভ্যুত্থান : স্ফুলিঙ্গ থেকে দাবানল” এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর সাম্রাজ্যবাদী ভারতের মদদে শেখ হাসিনা বিনাভোটে ক্ষমতার মসনদে আসীন হয়ে গুম-খুন-বিচারবহির্ভ‚ত হত্যা-দুর্নীতি-লুটপাট-অর্থপাচার করেছিল। মেঘাপ্রকল্পের নামে লাখ-লাখ কোটি টাকা হাসিনার পরিবার এবং তার দোসররা বিদেশে পাচার করেছে। খুন, গুম, হত্যা, দুর্নীতির দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ভারত থেকে এনে বিচার করতে হবে। আওয়ামী লীগ নেতা এবং তাদের ব্যবসায়ীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। পুলিশ এবং জনপ্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে। জুলাই আন্দোলনে নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নিহত এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে হবে।
সভার শুরুতে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আন্তর্জাতিক সঙ্গীত ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’ পরিবেশনের মাধ্যমে সারাবিশ্বের সর্বহারা শ্রেণির আত্মত্যাগকে স্মরণ করা হয়।
সংগঠনের আহবায়ক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে বরকত আলীর পরিচালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের জেলা শাখার সদস্য সুভাষ সাহা। আলোচনায় অংশ নেন বাঙলাদেশ লেখক শিবির খুলনা জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল ফজল, জাহাঙ্গীর ফিরোজ, শেখ আব্দুল হালিম, মুনীর চৌধুরী সোহেল ও নাঈম মলি­ক প্রমুখদ। প্রধান আলোচক ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সজীব রায়।