খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর জখম

মোল্লাহাট প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


বাগেরহাটের মোল্লাহাটে ইউসুফ শেখ নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে। উপজেলার দারিয়ালা শেখ বাড়ির মোড়ে পাকা সড়কে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে ভিকটিম পক্ষের কেউ কেউ বলছেন হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা, আবার ঘটনাস্থলের পার্শ্ববর্তী লোকজন বলছেন এটি নিছক দুর্ঘটনা। এ নিয়ে গোটা এলাকায় চলছে আলোচনার ঝড়। ভিকটিম উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের আবেদ আলী শেখের ছেলে।
ভিকটিমের কাকা সাবেক ইউপি সদস্য শেখ মুঠোফোনে জানান, ভাতিজা ইউসুফ শেখকে পূর্ব শত্র“তার জেরে প্রতিপক্ষের লোকজন হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। তাকে প্রথমে মোল­াহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেলে পাঠান। যখম খুবই বেশী হওয়ায় গোপালগঞ্জ থেকে চিকিৎসকের পরামর্শে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ইউসুফ চিকিৎসাধীন আছে।
ইজিবাইক চালক মোঃ হাফিজ মোল্লা বলেন, আমি বড়ঘাটের দিক থেকে অটো চালিয়ে আসছিলাম, তখন দেখি কেউ একজন মোড় থেকে দ্রুত মোটরসাইকেল চালিয়ে একা একা পড়ে গেছে। এরপর তাকে তুলে মোল্লাহাট হাসপাতালে নিয়ে যাই। ঘটনাস্থলের পার্শ্ববর্তী বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম ছিনুসহ মোল্লা, গাউসুল হক ও এমডি হেদায়েতুল্লাহ বলেন ইউসুফ শেখ তার মোটরসাইকেল চালিয়ে ইজিবাইকের সাথে এক্সিডেন্ট করে আহত হয়েছে। এখানে কোন হামলার ঘটনা ঘটেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি সার্কেল ও থানা পুলিশ।