খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

সভাপতি কৌশিক, সম্পাদক কবির

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
০১:২৪ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি। বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে সভাপতি, গ্লোবাল টেলিভিশনের আনিছুর রহমান কবির সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চলের মোসলেহ উদ্দিন তুহিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত শনিবার দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে এ কমিটি নির্বাচিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহŸায়ক এনামুল হক। অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান, ইনডিপেন্ডেন্ট টিভির খুলনা প্রতিনিধি অভিজিৎ পাল, এস এ টিভির রকিবুল ইসলাম মতি, যুগ্ম-সম্পাদক মাইটিভি’র শিশির রঞ্জন মলি­ক, দপ্তর সম্পাদক বাংলা টিভি’র তরিকুল ইসলাম ডালিম, প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমান। অপর এক সদস্যকে পরবর্তী মিটিংয়ে কো-অপট করা হবে। অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের আহবায়ক ও সদস্য সচিবসহ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।