খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

টিকিট না পেয়ে বিপিএল শুরুর আগমুহূর্তে বিসিবিতে ভাঙচুর

ক্রীড়া প্রতিবেদক |
০১:১৬ পি.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


বিপিএলের এগারতম আসর শুরু হচ্ছে আজ। তবে আসর শুরুর একদিন আগেও দর্শকরা জানতেন না কিভাবে মিলবে টিকিট, পাওয়াই বা যাবে কোথায়। সমালোচনার মুখে অবশেষে গতকাল টিকিটমূল্য প্রকাশ করেছে বিসিবি। টিকিট নিয়ে গতকাল থেকেই ক্ষোভ ছিল দর্শকদের, গতকাল সন্ধ্যায়ও হয়েছে হট্টগোল। আজ সকালেও একই পরিস্থিতি তৈরি হয়, এক পর্যায়ে টিকিটপ্রত্যাশী দর্শকরা মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

এরপর এক পর্যায়ে স্টেডিয়ামে গেটে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ দর্শকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ভাঙচুর করার সময়ে কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেছেন দর্শকরা। উদ্বোধনী ম্যাচ হওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়।

আজ ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল। এরপর রাতে ঢাকা ক্যাপিটালস মাঠে নামবে রংপুর রাইডার্সের বিপক্ষে। এই দুই ম্যাচ মাঠে বসে উপভোগ করতেই স্টেডিয়ামে এসে হাজির হয়েছিলেন দর্শকরা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি করার কথা।

তবে মিরপুরের স্টেডিয়াম সংলগ্ন কোনো  বুথে টিকেট বিক্রি হচ্ছে না। সকাল থেকেই টিকিটের জন্য মিরপুর স্টেডিয়ামের এক নাম্বার গেট-সংলগ্ন কাউন্টারে ভিড় জমায় দর্শকরা। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষার পরও টিকিট না পাওয়ায় স্টেডিয়ামের মেইন গেটে ভিড় জমায় দর্শকরা।

উল্লেখ্য, বিপিএলের টিকিট এবার বিক্রি হচ্ছে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। এই শাখাগুলো হলো মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।