খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

চিতলমারীতে ৪৯ নবীন শিক্ষককে বরণ ও ১৩ শিক্ষকসহ শিক্ষা কর্মকর্তার বিদায়

চিতলমারী প্রতিনিধি |
০৫:৫০ পি.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


বাগেরহাটের চিতলমারীতে ৪৯ জন নবীন শিক্ষককে বরণ ও ১৩ জন শিক্ষকসহ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এ বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হরেকৃষ্ণ অধিকারী।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথের সভাপত্বি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার, প্রভাত হালদার, মো. মনিরুজ্জামান ও শংকর কুমার বিশ্বাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চিতলমারী উপজেলা শাখার সভাপতি মুকুল কিশোর মজুমদার, সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম ফকির, সহকারি শিক্ষক সমিতি চিতলমারী উপজেলা শাখার সভাপতি কাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক খোকন মন্ডল, সুরশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যানী রানী বাড়ই ও একে ফয়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিতুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন উত্তর শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও আড়–য়াবর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফেরদাউস।