খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ পেশ করবে সরকার

খবর প্রতিবেদন |
১১:০৫ পি.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র পেশ করার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র তৈরি করা হবে। কিছুদিনের মধ্যে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণার আগের রাতে এমনটা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

প্রেস সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে।

শফিকুল আলম বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।

এদিকে ইতিহাসের মোড় ঘোরানো আন্দোলন ‘জুলাই বিপ্লবের’ প্রায় পাঁচ মাস পর এই বিপ্লবের ঘোষণাপত্র আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আয়োজনে দেড় থেকে আড়াই লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি হেডকোয়ার্টারে কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ জানান, এই ঘোষণাপত্র অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনারে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তিনটা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান।

আব্দুল হান্নান মাসউদ বলেন, আগামীকাল (মঙ্গলবার) বড় আনন্দ বয়ে আনবে। তাদের নতুন স্বপ্ন দেখাবে।

কী থাকবে ঘোষণাপত্রে এমন প্রশ্নের জবাবে মাসউদ বলেন, ৩ আগস্টের এক্সটেন্ডেড ভার্সন আগামীকাল হতে যাচ্ছে। ফ্যাসিস্টের পতনের পর নতুন প্রক্লেমেশন দিয়ে সেটাকে আমরা জাতির কাছে ডকুমেন্টেড করে তুলতে চাচ্ছি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, মঙ্গলবারের ঘোষণাপত্রে এমন একটা সীমারেখা আগামী দিনের সরকারকে দিয়ে যাওয়া হবে, তার বাইরে যেন কোনো সরকার যেতে সাহস না করে। বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে ১ জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে দেশে। সেই রাজনীতি কিসের ওপর ভিত্তি করে হবে সেটা আগামীকাল ডকুমেন্ট আকারে প্রকাশ করতে যাচ্ছি।