খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১

বাগেরহাটে নারী ক্ষমতায়নে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৫০ পি.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকায় নারীদর ক্ষমতায়নে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় উঠান বৈঠকে গ্রাম্য আদালত বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার ১০০ জন নারী অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাস। এসময় উপজেলা সমন্বয়কারী মনিরুল হক সরদার, গ্রাম্য আদালতের জেলা ম্যানেজার তৌফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রাম্য আদালতের মাধ্যমে নারী ক্ষমতায়ন ও উন্নয়ন সম্ভব। গ্রাম্য আদালতে অভিযোগ ও মীমাংশার পরিমাণ বাড়াতে পারলে, মানুষের ভোগান্তি কমবে। গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দেন বক্তারা।