খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

দেবহাটায় দরদির তারুণ্য সেমিনার

দেবহাটা প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ৩০ ডিসেম্বর ২০২৪


দেবহাটায় মাদক, অনলাইন জুয়া ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী সংগঠন “দরদি”র তারুণ্যের দেশ গঠনের করণীয় ও উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনার ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সরকারি খান বাহাদুর আহছান উল­া কলেজের আইসিটি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 
দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লীী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) এবং দরদি’র কার্যনির্বাহী উপদেষ্টা মো. আবুল হাসান। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সন্দীপ কুমার দাস, থানার অফিসার ইনচার্জ হযরত আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংস্কৃতিক উপদেষ্টা রিয়াজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক ওমর ফারুক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতি সভাপতি ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।