খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাব্বির

ক্রীড়া প্রতিবেদক |
১১:৩৫ পি.এম | ০৩ জানুয়ারী ২০২৫


বিপিএলে শুক্রবার দিনের প্রথম ম্যাচে লড়ছে দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস। চলমান ম্যাচের প্রথম ইনিংসে ইনজুরিতে পড়েছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার সাব্বির হোসেন। সতীর্থ শফিউল ইসলামের সঙ্গে মাথায় ধাক্কা লেগে তাকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে শুয়ে। 
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ইনিংসের ১৪তম ওভারে ঘটে সাব্বিরের ইনজুরির ঘটনা। উসমান খানের ব্যাট থেকে বল ফাইন লেগ ও থার্ড ম্যানের মাঝামাঝিতে ক্যাচ ওঠে। সেটি ধরতে দৌড়ে যান শফিউল ইসলাম, তার বিপরীত দিক ক্যাচ নিতে আসেন সাব্বিরও। পরে শফিউলের সঙ্গে মাথায় ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় কয়েক মিনিট ফিজিও সাব্বিরের চোট পর্যবেক্ষণ করেন। তাতেও এই ক্রিকেটারকে উঠে দাঁড়ানোর মতো ফিট মনে না হওয়ায় আনা হয় স্ট্রেচার। বাউন্ডারি লাইনের বাইরে আরও মিনিট পাঁচেক চলে প্রাথমিক সেবা, খানিক বাদেই অবশ্য কিছুটা হাঁটতে দেখা যায় সাব্বিরকে। তবে ধারণা করা হচ্ছে বড় আঘাতই পেয়েছেন তিনি।