খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

খেলার মাঠ থেকে হাসপাতালে পাকিস্তানের সাইম আইয়ুব

ক্রীড়া প্রতিবেদক |
১১:৩৬ পি.এম | ০৩ জানুয়ারী ২০২৫


নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট এটি। ম্যাচটিতে খেলতে নেমে বড় দুঃসংবাদ পেয়েছে শান মাসুদের দল। বাউন্ডারি বাঁচাতে গিয়ে ভয়াবহ চোটে পড়েন ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পরমুহূর্তেই তাকে কেপটাউনের হাসপাতালে নেওয়া হয়েছে।
সাইমের গোড়ালির চোট কতটা গুরুতর সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার চোখের পানিই বলে দিচ্ছে ছোট কোনো আঘাত পাননি এই পাকিস্তানি ওপেনার। চোট গুরুতর বলেই চিকিৎসার জন্য সাইমকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে উলে­খ করেছে ইএসপিএন ক্রিকইনফো। তার চোটটা ডান পায়ের গোড়ালিতে, মাঠের বাইরে নিয়ে যাওয়া হলে সেই পায়ে ফোলা ও ব্যান্ডেজ দেখা যায়। 
কেপটাউনের নিউজিল্যান্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের সপ্তম ওভারে প্রোটিয়া ব্যাটার রায়ান রিকেলটনের ব্যাটের এডজ হয়ে স্লিপ দিয়ে ডিপ থার্ড বাউন্ডারিতে আগাচ্ছিল, দৌড়ে সেটি বাঁচাতে যান সাইম। বলের কাছাকাছি গিয়ে নিজের গতি কমাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাউন্ডারি রক্ষা হলেও ব্যথায় মাটিতে শুয়ে যান সাইম, পরে ফিজিও এসে পা পরীক্ষা করে তাকে মাঠের বাইরে নিয়ে যান।