খুলনা | মঙ্গলবার | ০৭ জানুয়ারী ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১

বরিশাল সমিতি খুলনার উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৫


বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার উদ্যোগে দেশে চলমান এবং আসন্ন শীত দুর্যোগে খুলনা মহানগরী ও পার্শ্বস্থ এলাকায় অসহায় শীতার্ত দুস্থদের মাঝে পক্ষকালব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।  
বৃহস্পতিবার অপরাহ্নে খুলনা মহানগরীর ডাকবাংলাস্থ চেম্বার অব কমার্স বিল্ডিং চত্বরে এই মানবিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়কারী রোটারিয়ান আলতাফ হোসেন, সূচনা বক্তৃতা করেন আহবায়ক এম এ সালাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব আব্দুস সালাম মোল¬া। 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমান, খুবি’র ডেপুটি ডাইরেক্টর আবু সালেহ মোঃ পারভেজ, সমিতির নেতা কাজী নুরুল ইসলাম, রোটারিয়ান মাহাবুব আলম, এড. মুফতি  শহিদুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম,  ডাঃ এন এম বাবুল, শিক্ষক আবুল কালাম, মুজিবর রহমান বাবুল,সাংবাদিক মামুন রেজা হাওলাদার প্রমুখ।