খুলনা | মঙ্গলবার | ০৭ জানুয়ারী ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১

আলবাব একাডেমির যাত্রা শুরু

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৫


জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলনা নতুন ধারার আন্তর্জাতিক মানের ইসলামিক ‘আলবাব একাডেমি’র যাত্রা শুরু হয়েছে। শুক্রবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খুলনার এম এ বারি সড়কস্থ আলবাব একাডেমির উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রাণালয়ের যুগ্ম-সচিব মোঃ নুরুজ্জামান ও খুলনা আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলবাব একাডেমির চেয়ারম্যান এস এম মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তৃতা করেন আলবাব একাডেমির পরিচালক ডাঃ রোকরুজ্জামান, ডাঃ আসাদুল্লাহিল গালিব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল রাজি, হিফজ বিভাগের সহকারি শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মোঃ নাসরুল্লাহ, বিশিষ্টি কৃষিবিদ ড. হারুন-অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আইমান আহাদ, ও অভিভাবক হাসমত আলী।