খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার প্রতি বিনীত আবেদন পিনাকী ভট্টাচার্যের

খবর প্রতিবেদন |
০১:০২ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৫


বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছেন।
তিনি ড. ইউনূসকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাঃ জাফরুল­াহ চৌধুরীর কবর জিয়ারতের আহŸান জানান। তার মতে, জাতির প্রতি ডাঃ জাফরুল­াহর অবদান স্বীকৃতির দাবিদার।
শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টাকে উদ্দশ্য করে এই পোস্ট দেন পিনাকী ভট্টাচার্য।
পাঠকদের জন্য পিনাকীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিনীত আবেদন: আপনি আপনার পুরো উপদেষ্টা মÐলীকে সঙ্গে নিয়ে একদিন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. জাফরুল­াহ চৌধুরীর কবর জিয়ারত করুন। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের মানুষ এ পদক্ষেপে আনন্দিত হবে। কারণ দেশবাসী তার কাছে চিরঋণী।
এই মহান নেতা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী থেকে গণমানুষের অধিকার এবং গণতান্ত্রিক মুক্তির পক্ষে আপসহীনভাবে লড়াই করে গেছেন। প্রবীণ প্রজন্ম ও এনজিও কমিউনিটির মধ্যে তিনিই একমাত্র নেতা, যিনি গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস কাজ করেছেন।  
তার অসামান্য অবদান স্বীকৃতির দাবিদার। আমরা আশা করি, ডাঃ জাফরুল­াহ চৌধুরীর জীবন ও কর্ম স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। এ জাতির স্বাস্থ্যসেবা আন্দোলনের এই মহান পথিকৃৎকে বাংলাদেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।
পোস্টের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি এবং ডাঃ জাফরুল­াহ চৌধুরীর ছবিসহ একটি পোস্টারও যুক্ত করেছেন পিনাকী। ওই পোস্টারে পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন ও ড. কনক সরওয়ারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে। বাংলাদেশের শীর্ষ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে একমাত্র ডা. জাফরুল­াহ চৌধুরীর নামে। এ দেশে যিনি ফ্যাসিস্ট শাসন বিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং চিকিৎসাসেবায় অদ্বিতীয় অবদান রেখেছেন। অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক। সারা দেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে এবং সরকারকে অভিনন্দন জানাবে।