খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

বোল্যান্ডের তোপের মাঝেই পন্তের ঝড়, একদিনেই নেই ১৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক |
০৩:০৫ পি.এম | ০৪ জানুয়ারী ২০২৫


সিডনি টেস্টের দ্বিতীয় দিনে শুরুতেই তোপ দেগেছেন ভারতীয় পেসাররা। জশপ্রীত বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপে ৪ রানে এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে ভারত। এরপর দিনের শেষ ভাগে এসে তোপ দেগেছেন স্কট বোল্যান্ড। তাতে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করতে পেরেছে সফরকারীরা। বোল্যান্ডের তোপের মাঝেই ভারতের লিড বাড়ার কারণ রিশব পন্তের ঝড়। তার ৩৩ বলে ৬১ রানের ইনিংসের সুবাদেই ১৪৫ রানের লিড নিয়ে দিন শেষ করতে পেরেছে গৌতম গম্ভীরের শিষ্যরা।

অস্ট্রেলিয়া ১৮১ রানে অল আউট হওয়ার পর ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই ভারতীয় ওপেনার। হাত খুলে খেলছিলেন যশ্বসী জয়সোয়াল, তাকে সঙ্গ দিচ্ছিলেন লোকেশ রাহুল, আর তাতে দ্রুত রান ওঠছিল ভারতের স্কোরবোর্ডে। তবে এ ধারা ধরে রাখতে পারেননি এ দুজন।

দলীয় ৪২ রানে সাজঘরের পথ ধরতে হয় রাহুলকে, বোল্যান্ডের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান ১৩ রান করা রাহুল। নিজের করা এরপরের ওভারেই জয়সোয়ালের উইকেটও ঝুলিতে পুরেন বোল্যান্ড। এবারও দুর্দান্ত এক ডেলিভারিতে ভারতীয় ওপেনারকে বোল্ড করেন তিনি। আউট হওয়ার আগে ২২ রান করেন জয়সোয়াল।

এদিকে দ্রুত দুই ওপেনার ফেরার পর শুবমান গিল এবং বিরাট কোহলি মিলে দলের হাল ধরবেন এমনোটাই ভেবেছিলেন সমর্থকরা। তবে কোহলিকে নিয়ে সবার যে ভয় ছিল এবারও তাই সত্যি হয়েছে। বোল্যান্ডের করা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন স্লিপে স্মিথের মুঠোবন্দী হয়ে। আউট হওয়ার আগে করেছেন ১২ বলে ৬ রান।

এরপর গিলও আউট হন ১৩ রানেই। এদিকে একপ্রান্তে দ্রুত উইকেট হারালেও অপরপ্রান্তে ঝড় ইনিংস খেলেছেন পন্ত। অজি পেসারদের সামলে একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন ভারতীয় এই ব্যাটার। তিনি ৩৩ বলে খেলেছেন ৬১ রানের ইনিংস। ৬ চার আর ৪ ছয়ে এ রান করেন তিনি। পন্তের ঝড়ে দ্রুত রান ওঠে ভারতের স্কোরবোর্ডে, তবে আগ্রাসী পন্তকে ফেরান প্যাট কামিন্স।

এরপর নীতীশ কুমার রেড্ডিকেও সাজঘরের পথ দেখিয়েছেন বোল্যান্ড। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা শেষ ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৪১ রান, লিড ১৪৫ রানের।