খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

সিদ্দিক সভাপতি : সুরেশ সম্পাদক

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৪ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৫


“সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি” শ্লোগানে উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার শহরের পোস্ট অফিস মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 
দুই পবের অনুষ্ঠানে প্রথম পর্বে সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা সম্মেলনের শুভ সূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম। এরপর বেলা সাড়ে ১১টায় উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য শেখ মোশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রী সহ-সভাপতি সুখেন রায়, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কে এম শরিফ।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। এছাড়া বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সহ-সভাপতি আবুল হোসেন ও আবু আফ্ফান রোজবাবু, সালেহা আক্তার, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদের সভাপতি সেলিম শাহরিয়ার, শ্যামনগর শাখা সংসদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, দীপালোক একাডেমীর পরিচালক ও সাংবাদিক বরুণ ব্যানার্জী, কবি ও গীতিকার প্রাণকৃষ্ণ সরকার, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, নবধারা একাডেমীর পরিচালক কামরুল ইসলাম, কবি ও আবৃত্তিশিল্পী দিলরুবা রোজ, মনিরুজ্জামান ছট্টু, ইমরোজ, মোহাম্মাদ মনিরুজ্জামান, কবি ও শিক্ষক দিব্যানন্দ কুমার সরকার প্রমুখ। 
সভায় ২৩ সদস্য বিশিষ্ট একটি প্রস্তাবিত জেলা সংসদের কমিটির তালিকা কেন্দ্রীয় সহ-সভাপতি সুখেন রায়ের কাছে হস্তান্তর করেন আবু আফ্ফান রোজবাবু। পরবর্তীতে সকলের সম্মতিক্রমে যাচাই-বাছাই শেষে আগামী ২ বছরের জন্য শেখ সিদ্দিকুর রহমানকে সভাপতি, সুরেশ পান্ডেকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উদীচী সাতক্ষীরা জেলা সংসদের কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় সহসভাপতি সুখেন রায়। এরপর কেন্দ্রীয় প্রতিনিধি সুখেন রায় ও কে এম শরিফ সবার শপথ বাক্য পাঠ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।